রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়ায় দখলদারদের থেকে শতবর্ষের মহা শ্মশান জমি উদ্ধার

চকরিয়ায় দখলদারদের থেকে শতবর্ষের মহা শ্মশান জমি উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় দীর্ঘদিনের হিন্দু সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে মহাশ্মশানের সীমানা নির্ধারন ও বেহাত হওয়া জমি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) উপজেলা চিরিংগা ইউনিয়ন বুড়িপুকুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশানের বেদখলের জমির সিমানা নির্ধারণ ও বেহাত জমি উদ্ধার করে।

এ-সময় উপস্থিত ছিলেন, চিরিংগা ইউনিয়নে চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, ইউপি সদস্য রেজাউল করিম, বুড়িপুকুর হিন্দু পাড়া সমাজ পরিচলনা কমিটির সভাপতি কালু রাম দে বিমল, সাধারণ সম্পাদক সমীর কান্তি দে, সহ- সভাপতি অরুণ দে, পলাশ দে, অর্থ সম্পাদক শিমুল দে, সমাজ পরিচলনা কমিটির উপদেষ্টা, গৌরাঙ্গ মোহন দে, ভোলা নাথ, রেফতি রঞ্জন দে, সদস্য স্বপন দে, অজিদ কর্মকার, সুমন দে, সাগর দে, রাজীব দে, মৃদুল দে, রাহুল দে, সুজন দে, সুজিত দে, মিলন দে পরিমল দে, জগদীশ দে, অমল দে, কাজল দেসহ প্রমূখ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ বলেন, সীমানা প্রাচীর না থাকায় মহা শ্মশানের জমি বেদখল হয়ে যাচ্ছিল। হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার এবং এলাকার সকলকে নিয়ে শ্মশানের সীমানা নির্ধারণ ও বেহাত জমি উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার/শাহী/রাজু

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ৫০ বছরেও মেলেনি বীরাঙ্গণা স্বীকৃতি

সংবাদটি শেয়ার করুন