শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন

দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণ ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধা অসুবিধা দেখতে সরেজমিনে আসে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রয় কুমার দুরাই স্বামী। বেনাপোল কাস্টমস, ইমিগ্রেশন পেট্রাপোল চেকপোস্ট পরিদর্শন করেছেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বেনাপোলে পৌঁছালে তাকে পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কাস্টমস কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

ভারতীয় হাই কমিশনারের সফর সঙ্গী ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার আর কে রায়না ও ভারতীয় হাইকমিশনারের সহধর্মিনী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বন্দর উপ-পরিচালক আব্দুল জলিল, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, বেনাপোল থানার ওসি মামুন খান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজল প্রমুখ।

আনন্দবাজার/শাহী/রাসেল

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাঙ্গাবালীতে প্রথম করোনা রোগীর মৃত্যু

সংবাদটি শেয়ার করুন