গাজীপুরের কাপাসিয়া ডেইরী ফার্ম এসোসিয়েশনের উদ্যোগে উপজেলার ডেইরী ও গরু মোটাতাজাকরণ খামারিদের প্রশিক্ষণ এবং খামারি সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) উপজেলার ইকুরিয়া বাজার এলাকার মুক্তিযোদ্ধা চত্বরে আড়াই শতাধিক খামারিদের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা। সম্মে¥লনের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান মিয়া।
কাপসিয়া ডেইরি ফার্মারস এসোসিয়েশনের (কেডিএফএ)’র উদ্যোগে তরগাঁও, কড়িহাতা, সনমানিয়া ও ঘাগুটিয়া ইউনিয়নের সন্মেলন ও কমিটি গঠন করা হয়।
কাপসিয়া ডেইরি ফার্মারস এসোসিয়েশন (কেডিএফএ) কড়িহাতা ইউনিয়ন শাখার সভাপতি হুমায়ুন সরকার, সাধারণ সম্পাদক মাসুম শেখ, ঘাগটিয়া ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক মোঃ সাইফুল ইসলাম মনির ভূইয়া, সাধারণ সম্পাদক সবুজ মিয়া, সনমানিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাহবুুবুর রহমান সরকার, সাধারণ সম্পাদক মোঃ আফছার উদ্দিন, তরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি বাশার সরকার, সাধারণ সম্পাদক সুমন বেপারি কে নির্বাচীত করে পাঁচ বছর মেয়াদী ডেইরী ফারমার্স এসোসিয়েশনের ইউনিয়ন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা ডেইরী ফারমার্স এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ভূইয়া রুবেল’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিরা ছিলেন কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: মাহবুবুল আলম মোড়ল, কড়িহাতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুব মোর্শেদ আফাজ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মতিন প্রমূখ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানিয় গণ্যমান্য ব্যক্তিরা।\
আনন্দবাজার/শাহী/সবুজ