গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কোনাবাড়ি থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দীকের সাথে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় কোনাবাড়ী সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় তার সাথে পরিদর্শক ওসি (তদন্ত) মালেক খসরু খান উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মত বিনিমিয় সভায় কোনাবাড়ি থানা এলাকায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের কাছে সহায়তা কামনা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। সাংবাদিকদের পক্ষ থেকেও সব ধরণের আশ্বাস প্রদান করা হয়।
মতবিনিময় সভায় অনলাইন নিউজ পোর্টাল বর্তমান দেশ এর নির্বাহী সম্পাদক মোঃ ইকবাল ইউসুফ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক এম তুষারী, দৈনিক আনন্দবাজার পত্রিকার গাজীপুর সদর প্রতিনিধি এস এম আসাদুজ্জামান মিলন, দীপ্তটিভির গাজীপুর জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল বর্তমান দেশ এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, চ্যানেল-২৪ টিভি’র স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম খান, বাংলা টিভির কোনাবাড়ি প্রতিনিধি শহীদুল ইসলাম, চলমান বার্তার নির্বাহী সম্পাদক সাবের বিল্লা সুমন, দৈনিক গণজাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টার আমীর হোসেন রিয়েল, দৈনিক সকালের সময় পত্রিকার কোনাবাড়ি প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি তারিক হাসান, সাপ্তাহিক বিশ্ব মিডিয়ার প্রতিনিধি আল-আমীন হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আবু সিদ্দীক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ি থানায় গত ২৬ নভেম্বর যোগদান করেন।
আনন্দবাজার/শাহী/মিলন