অবশেষে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাত থেকে মুক্তি পাচ্ছেন ৫ বাংলাদেশি নাবিক। প্রায় ৯ মাস ধরে তাদের কাছে আটক রয়েছেন এসব নাবিক।
আজ বৃহস্পতিবার ওমান ও কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রচেষ্টায় ওই নাবিকদের ইয়েমেনের এডেনে আসার কথা রয়েছে। এরপর আন্তর্জাতিক শরণার্থী সংস্থার (আইওএম) সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছবেন তারা।
গতকাল বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক পেজে একটি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, ইয়েমেনের সানায় দীর্ঘদিন ধরে হুথিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ নাবিক। তাদের সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন। ৯ মাস ধরে আটক থাকা অবস্থায় একপর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাওয়ার পরে তাদের মোবাইল ব্যবহার করতে দেয়া হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, আটকদের মধ্যে একজন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন দুই মাস আগে। আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় বৃহস্পতিবার তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থার (আইওএম) সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।
আনন্দবাজার/টি এস পি