ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএমপির অনুমতি ছাড়া ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানী ঢাকায় পুলিশের অনুমতি ছাড়াই বিভিন্ন সংগঠন তাদের সভা-সমাবেশ করে থাকে। এতে করে নগরের বাসিন্দারা চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়েন। তবে এবার এই জনদুর্ভোগ দূর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ডিএমপির অনুমতি ব্যতিত ঢাকা মহানগরীতে যে কোনো ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশ করা যাবে না। যদি পূর্বানুমতি ছাড়া কোনো সংগঠন সভা-সমাবেশ করে, তাহলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

আজ বুধবার (০২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীর নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে যেকোনো সভা-সমাবেশ ও গণজমায়েত থেকে বিরত থাকার এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন