সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের হরি মন্দিরের নামক ডোবায় (কুরী) তে বিষ ক্রিয়ায় মাছ নিধন করা হয়েছে দুবৃত্তরা।
বুধবার সকালে ডোবায় চার দিকে মৃত মাছ ভেসে উঠেছে বলে জানাযায়। এ খবর পেয়ে গ্রামের মানুষজন ভীর জমাচ্ছেন। স্থানীয় সুত্রে জানা যায়, রাজেন্দ্রপুর গ্রামে হরি মন্দিরের নামে প্রায় দুই (২) একর জমিতে ডুবা নির্মাণ করা হয়েছে। এতে বর্ষা পানি ডুবে যায়, তার পর পানি শুকানোর পর মাছ ধরে মন্দিরের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। এ ব্যাপারে অভিযোগ করেন মন্দির কমিটির কোষাধ্যক্ষ রাজেন্দ্রপুর গ্রামের গৌরাঙ্গ তালুকদারের ছেলে গৌতম তালুকদার (৩৬)।
অভিযোগ থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের জ্যোতিময় সরকার ছেলে জুয়েল সরকার (৩০), নিতাই মজুমদারের ছেলে তাপস মজুমদার (৩৮), মধু সুদন মজুমদারের ছেলে নিখিশ মজুমদার (৪০) প্রমূখ। উক্ত ব্যক্তিবর্গ মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিষ প্রয়োগ করেন। আমরা সকালে উঠে দেখি মৃত মাছ জলে ভাসছে।
গৌতম জানান এ বিষয়ে হরি মন্দির কমিটির সভাপতি দ্বীজ রাজ তালুকদার ও সাধারণ সম্পাদক প্রদীপ সরকারের অনুমতি ক্রমে উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে সুবিচার প্রার্থনা করছি। ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার জানান, আমি বিষয়টি শুনেছি, যদি সত্য হয় তাহলে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় মামলা প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
আনন্দবাজার/শাহী/সাইফ