ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রচারণার পাশাপাশি চলছে অভিযান

করোনার দ্বিতীয় দফা ঢেউ শুরু হলেও ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষ এখনো অনেকটাই অসচেতন। ভ্যাকসিনের বিকল্প হিসেবে মাস্কের উপর গুরুত্ব দেয়া হলেও বেশীরভাগ মানুষ এ ব্যাপারে উদাসীন। এতে সংক্রমণের হার যে কোন সময় ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বুধবার শহরের কাউতলী এলাকায় জেলা প্রশসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাফ্ফাত আরা সায়েদ এর নেতৃত্বে ব্যাপক প্রচারণার পাশাপাশি জরিমানাও করছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান রয়েছে। তবে বিভিন্ন সড়ক ও হাট বাজারে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে চললেও বেশীরভাগ মানুষের মাঝে অসচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক দুরুত্ব মানার বালাই নেই।

অনেকেই মাস্ক পকেটে রেখেও ঘুরাঘুরি করছে। করোনার শুরু থেকে এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত ৯ হাজার ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা জরিমানা আদায় করেছে যা এখনো চলমান রয়েছে। উল্লেখ্য এ পর্যন্ত জেলায় ২ হাজার ৬৪৪ জনের করোনা সনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪৪ জনের ।

আনন্দবাজার/শাহী/নয়ন

সংবাদটি শেয়ার করুন