শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কত হবে করোনা ভ্যাকসিনের মূল্য?

কত হবে করোনা ভ্যাকসিনের মূল্য?

করোনা ভ্যাকসিনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের পাশাপাশি জার্মানির বায়োএনটেকের উদ্ভাবিত প্রতিষেধকে। ২ টি ভ্যাকসিনই করোনার সংক্রমণ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম।

তবে অন্যান্য ভ্যাকসিন থেকে এর মূল্য কিছুটা বেশি। প্রতি ২ ডোজে সর্বনিম্ন ৪ ডলার থেকে ৩৩ ডলার পর্যন্ত খরচ পড়বে।

করোনার লাগাম টেনে ধরতে আশার আলো দেখাচ্ছে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না, ফাইজার, জার্মানির বায়োএনটেক এবং ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা। তবে সবশেষ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন করেছে মডার্না।

আরএনএ টাইপের মডার্নার ভ্যাকসিনের দুই ডোজের ৯৫ শতাংশ পর্যন্ত সংক্রমণ মুক্তির কার্যকারিতা পাওয়া গেছে। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মডার্নার ভ্যাকসিনের মূল্য পড়বে ৩৩ ডলার।

ভাইরাল ভ্যাক্টর টাইপের অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিনের ২ ডোজের কার্যকারিতা পাওয়া গেছে ৬২-৯০ শতাংশ পর্যন্ত। ফ্রিজে এটি স্বাভাবিক তাপমাত্রাতেই এটি সংরক্ষণ করা যাবে। এটির মূল্য পড়বে ৪ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০০।

ফাইজার এবং জার্মানির বায়োএনটেকেরও প্রতি দুই ডোজের কার্যকারিতা পাওয়া গেছে ৯৫ শতাংশ। তবে এটি সংরক্ষণ করতে হবে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আরএনএ টাইপের এই ভ্যাকসিনের মূল্য পড়বে ২০ ডলার।

এদিকে প্রতিযোগিতায় থাকা রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের প্রতি দুই ডোজে কার্যকারিতা পাওয়া গেছে ৯২ শতাংশ। স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে স্পুটনিক ফাইভ এবং দুই ডোজে খরচ হবে ১০ ডলার।

আরও পড়ুনঃ  সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে তুরস্কের ৩৩ সেনা নিহত

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন