ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ৯৯৯ নীতিমালার খসড়া অনুমোদন

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা-২০২০ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৩০ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সকালে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে, গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনেয়ারুল ইসলাম।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গুরুত্ব অনুধাবন করে নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, জরুরি সেবা ৯৯৯ দিন দিন সফল হচ্ছে ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। মিথ্যা ও বানোয়াট তথ্য দিলে আইনানুযায়ী শাস্তি দেয়া হবে। তবে ভিন্ন কিছু হলে যেমন কোন শিশু যদি কল দেয়, তা বিবেচনা করা হবে।

কভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ মোকাবেলা ও ভ্যাকসিন সংগ্রহের সর্বশেষ অগ্রগতি সম্পর্কেও অবহিত করা হয়েছে। মাস্ক পরা নিশ্চিত করতে আরো কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে সিরাম ইনস্টিটিউটের সাথে টিকা কেনার জন্য যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল, তার কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন