ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃদ্ধি পাচ্ছে পদ্মা সেতুর নিরাপত্তায় ব্রিগেড স্থাপনের সময়

পদ্মা সেতুর নিরাপত্তা সম্প্রসারণের জন্য ৯৯ কম্পোজিট ব্রিগেড স্থাপন করা হচ্ছে। এ উদ্দেশ্যে বাস্তবায়িত হচ্ছে ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানকল্পে ৯৯ কম্পোজিট ব্রিগেড স্থাপন (প্রথম সংশোধিত)’ প্রকল্প। বর্তমানে প্রকল্পের ২য় সংশোধনী আনা হচ্ছে, এতে এর সময় বৃদ্ধি এবং ব্যয়েও পরিবর্তন আসছে।

সূত্র জানায়, সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রকল্পটির ওপর ‘প্রকল্প স্টিয়ারিং কমিটি’র বৈঠকে এমন প্রস্তাব দিয়েছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তবে প্রকল্পটির মূল খরচ ছিল ৯৮৭ কোটি ৩০ লাখ টাকা। প্রথম সংশোধনীতে তা বৃদ্ধি করে ১ হাজার ৩২০ কোটি ৩৭ লাখ টাকা।

এর ২য় সংশোধনীর ব্যয়ের ব্যাপারে প্রকল্প পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, অভিজ্ঞ পরামর্শদাতার প্রণীত ও অনুমোদিত নকশা অনুযায়ী কাজ বাস্তবায়িত হওয়ায় কিছু অংশের সমাপ্তি ব্যয় অনুমোদিত ১ম সংশোধিত ডিপিপি অপেক্ষা কম/বেশি হচ্ছে।

জানা গেছে, ২০১৫ সালের জুলাইয়ে প্রকল্পটি শুরু হয়েছিল। আর এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের জুনে। তা শেষ না হলে ১ম সংশোধনী এনে মেয়াদ বাড়ানো হয়েছিল ২০২১ সালের জুন পর্যন্ত। দ্বিতীয় সংশোধনীর প্রস্তাব করে বর্তমানে ২০২২ সালের জুন পর্যন্ত সময় বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে প্রকল্প পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের বলেন, করোনার কারণে প্রায় ৫ মাস প্রকল্প বাস্তবায়নের কাজ বন্ধ ছিল। এছাড়াও এ অঞ্চলে অতিবৃষ্টির কারণে কাজে ব্যাপক বিঘ্ন ঘটে। প্রায়ই ফেরি যোগাযোগ বন্ধ থাকায় ঠিকাদাররা নির্মাণ সামগ্রী আনতে বেশি সময় নিয়েছেন। এতে প্রকল্পের বাস্তবায়নে অগ্রগতি ব্যাহত হয়েছে। এসকল ব্যাপার বিবেচনায় নির্ধারিত মেয়াদকাল ২০২১ সালের জুনের মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। সুষ্ঠুভাবে প্রকল্পের কাজ শেষ করতে আরও এক বছর অর্থাৎ ২০২২ সালের জুন পর্যন্ত সময় বাড়ানোর প্রয়োজন হচ্ছে।

সর্বশেষ তথ্যমতে, প্রকল্পের বাস্তব অগ্রগতি ৬২ দশমিক ২০ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৬০ দশমিক ০৬ শতাংশ, টাকায় যার পরিমাণ ৭৯৩ কোটি ৬ লাখ ৬২ হাজার।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন