দুর্নীতির বিস্তৃতি সকল জায়গায় রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ রবিবার (২৯ নভেম্বর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়া ২০২০’ প্রতিবেদনের বিষয়ে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত পাঁচ বছরে দেশে দুর্নীতি কিছুটা কমেছে। তবে দুর্নীতির বিস্তৃতি সকল জায়গায় রয়েছে।
তিনি আরও বলেন, দুর্নীতি যে শুধু সরকারি খাতে তা না, সর্বব্যাপী দুর্নীতির বিস্তৃতি রয়েছে। দুর্নীতির ব্যাপারে আমরা যেমন কঠোর সরকারের রাজনৈতিক কমিটমেন্টও কঠোর। সে কঠোরতার কারণে আমি মনে করি দুর্নীতির মাত্রা যতটুকু বলেছে অতটুকু না হলেও কিছুটা কমেছে বলে আমার ব্যক্তিগত ধারণা।
আনন্দবাজার/ডব্লিউ এস