ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের তাপমাত্রা দ্রতই নামছে 

দেশের তাপমাত্রা দ্রতই নামছে 

দ্রতই নামছে দেশের তাপমাত্রা। ফলে বাড়তে শুরু করেছে শীতের প্রভাব। এরই মধ্যে উত্তরাঞ্চলে রীতিমতো শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। উত্তরে গতকাল শনিবার তাপমাত্রা নেমেছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে।

আজ রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে শ্রমজীবী মানুষজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যেতে পারছে না। ফলে তারা চরম বিপাকে পড়েছেন তারা।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। তাপমাত্রা আরও কমে যেতে পারে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দু-তিন দিনি সারাদেশে শীতের অনুভূতি বাড়বে। এরপর ফের তাপমাত্রা বাড়তে থাকবে। তারপর আসবে পুরোদমে শীত। ডিসেম্বরে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন