বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আদমদীঘিতে ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন

বগুড়ার আদমদীঘি উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইরগ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের বাস্তবায়নে, উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিনের সভাপতিত্বে ‘ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেনীর পরিবারের জন্য গৃহ নির্মাণ’ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ওই ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেত্ববৃন্দরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১০০টি গৃহনির্মাণ করা হবে।

আনন্দবাজার/শাহী/অনিক

আরও পড়ুনঃ  জয়পুরহাটে নারীদের জন্য লেডিস ক্লাবের উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন