ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লাহাটে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন অব্যাহত

নিয়োগবিধি সংশোধন ও বেতন আপগ্রেডেশন দাবিতে মোল্লাহাটের স্বাস্থ্য সহকারীরা অব্যাহতভাবে কর্মবিরতি পালন করেছে।

বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে মোল্লাহাট উপজেলা সাস্থ্য কমপ্লেক্স চত্বরে এখানকার সকল স্বাস্থ্য সহকারী গত বৃহস্পতিবার অব্যাহত এ কর্মবিরতি পালন করছে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক মোঃ মিরান মোল্লা, স্বাস্থ্য পরিদর্শক দিলিপ কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রধান সমন্বয়ক হাসান ফারুক, স্বাস্থ্য সহকারী-বয়োজিদ, গোলাম রাব্বানী, বদরুল আলম, রেসিয়া আক্তার. মাসুদ শিকদার, লিটন শেখ, তাহিদুল ইসলাম, রোমা খানম প্রমূখ। নেতৃবৃন্দ বলেন-তাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

আনন্দবাজার/শাহী/শাহীন

সংবাদটি শেয়ার করুন