ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান

নীলফামারীর সৈয়দপুরে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সৈয়দপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত শহরের শহীদ ডাঃ শামসুল হক সড়ক বঙ্গবন্ধু চত্বর থেকে ২নং রেলঘুন্টি পর্যন্ত ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম এই অভিযান পরিচালনা করেন। এসময় ফুটপাতের ওপর নির্মাণ সামগ্রী রাখার দায়ে ১৮৬০ দণ্ডবিধির ১৮৩ ধারায় ৩৬ জনকে ৩৯ হাজার জরিমানা ও কয়েকজনের মালামাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাসিম আহমেদও সাথে ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম বলেন, ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে আজকে আমাদের এই অভিযান। অনেকেই ফুটপাত দখল করে রাস্তায় মালামাল সামগ্রী রেখে ব্যবসা করছে। এতে রাস্তা সরু গলিতে পরিণত হয়ে যানবাহন ও জনসাধারণ চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। এর থেকে পরিত্রাণের জন্য আজকের এই অভিযান।

এছাড়া অন্যান্য ব্যবসায়ীদেরও আজকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে আরো কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

আনন্দবাজার/এম.কে/মনন

সংবাদটি শেয়ার করুন