ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ডেন্টাল চেকআপের উদ্বোধন

ভালুকা উপজেলার নিশিন্দা গ্রামে আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় স্বাস্থ্য বিধি মেনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ডেন্টাল চেকআপ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল আলী ফরাজী। এ সময় উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ শফিকুল ইসলাম মাষ্টার, ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াইজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবুল,অধ্যাপক আফতাব উদ্দিন, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী।

এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল হাসান, সাবেক ছাত্র নেতা সুমিত চক্রবর্তী নিপুন, ভালুকা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য হাবিবুর রহমান হবি, নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম মানিক, কৃষক লীগের ইউনিয়ন সভাপতি আফতাব পাঠান, ছাত্র লীগের সভাপতি রাজু আহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ মেডিকেল ক্যাম্পাটিতে মোট আট জন ডাক্তার সারাদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। এ সময় ফ্রী মেডিকেল এর আয়োজক আবদুল্লাহ আল ফাহাদ, সার্বিক সহযোগিতায় ছিল ভালুকা মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট’ স্ এসোসিয়েশন।

আনন্দবাজার/এম.কে/আনোয়ার হোসেন

সংবাদটি শেয়ার করুন