দিনাজপুরের নবাবগঞ্জের জাতীয় উদ্যানের আশুরার বিলের ক্রোস ডাম উচ্ছেদ করে প্রবাহমান জলধারা উন্মুক্ত রেখে বিলের জমিতে ধান চাষ অব্যাহত রাখার দাবিতে গত ২৮ দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করে আসছে বিল পাড়ের কয়েক শত মানুষ।
আশুড়ার বিলে ধান চাষ করে আসছিলো বিল পাড়ের সাধারণ কৃষকরা। যদিও বিলে বাধ দেয়ায় আবাদ করতে পারছেনা কৃষকরা। এরপরই ধান আবাদের দাবিতে গত ৩০ অক্টোবার থেকে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট পালন করে আসছে বিল পারের সাধারণ মানুষ। তবে ২৮ দিন অতিবাহিত হলেও সরকারি ভাবে কোন আশ্বস মেলেনি।
কৃষকরা বলেন, আমরা গরীব মানুষ আমাদের বাপ-চাচারা সাধারণ কৃষক। তারা ধান আবাদ করলে আমরা এক মুঠো ভাত খেয়ে বেছে থাকতে পারি।
এদিকে উপজেলা প্রশাসনের দাবী, বিলের যায়গা গুলো জাতীয় উদ্যানের এটা সরকারি সম্পত্তি। ২০১০ সালের ২৪ অক্টোবর জাতীয় উদ্যান ঘোষনা করা হয়। উদ্যানটির এলাকা ১২৭৫ একর এর মধ্যে ৫৮৮ একর আশুরার বিল। জাতীয় উদ্যানের সৌদর্য বির্ধনে ৯ শ মিটার কাঠের সেতু নির্মান করা হয়েছে। অনেক ভ্রমন পিপাশুরা আসছেন এই উদ্যানে।
আনন্দবাজার/এম.কে/মা.হ.রু