ঢাকা | রবিবার
২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে নগরের ভোগড়া বাইপাস বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।

অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় ও বিপণন করার অপরাধে বাপ্পি স্টোরকে ৪ হাজার, সোহাগ স্টোরকে ৫ হাজার, ভোলানাথ স্টোরকে ৪ হাজার, রায়হান স্টোরকে ১ হাজার, মিজান স্টোরকে ১৫ হাজার, আতাউর স্টোরকে ৪ হাজার, আকাশ স্টোরকে ৪ হাজার টাকা করে ৭টি দোকান মালিক কে সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আনুমানিক ৩ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন