বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর নগরীর পূবাইলের ভাদুন অরণ্যবাস রিসোর্টে সংগঠনের গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি সোহেল রানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত। টঙ্গী প্রেসক্লাবের সেক্রেটারী কালিমউল্লাহর সঞ্চালনা প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল মালেক মিয়া ও সিনিয়র সহ-সভাপতি এস এম মনির উদ্দিন ও ফেডরিক মুকুল বিশ্বাস প্রমূখ।
ফেডরিক মুকুল বিশ্বাস বলেন, প্রাকৃতিক জলাশয় ‘নদী হবে প্রবাহমান, দখল ও দূষণ মুক্ত’ শ্লোগান ধারণ করে ১৫বছর আগে বেসরকারি সংস্থা বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন প্রতিষ্ঠিত হয়। নদীর জীবনসত্বাকে ফিরিয়ে দিতে সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে সংগঠনটি কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, নদী দখলকারীদের যেন কোনো রাজনৈতিক দল নির্বাচনে মনোনয়ন না দেয়।
আনন্দবাজার/শাহী/সবুজ