ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ার শিবগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডা: দেলোয়ার হোসেন নয়ন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, নির্বাচন অফিসার আনিছুর রহমান, শিবগঞ্জ সরকারি এম.এইচ ডিগ্রী কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজ অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ মোঃ মাহবুবে রফিক, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

আনন্দবাজার/শাহী/শেখর

সংবাদটি শেয়ার করুন