ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় ‘নো মাস্ক নো সার্ভিস’ ক্যাম্পেইন

ভালুকায় করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘নো মাস্ক নো সার্ভিস’ র্শীষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভালুকা বাজার পাঁচ রাস্তার মোড়ে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সংসদ সদস্য মনিরা সুলতানা মনি‘র ব্যক্তিগত উদ্যোগে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এসময় সাংসদ মনি উপজেলা প্রশাসন, মডেল থানা, স্বাস্থ্য কমপ্লেক্সসহ জন সাধারনের মাঝে ৭ হাজার মাস্ক বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ মনিরা সুলতানা মনি, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সোহেলী শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ মিয়া, প্রবীন সাংবাদিক আলহাজ্ব গিয়াস উদ্দিন আহাম্মেদ তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, সার্চ মানবাধিকার সভাপতি আ.ফ.ম আফজাল হোসেন প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/আনোয়ার

সংবাদটি শেয়ার করুন