ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজস্থলীতে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক না পরে ঘরের বাইরে আসায় বাজারে আগত জনগনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৫ নভেম্বর) নারামুখ, বাজার এলাকা, বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শেখ ছাদেক। সঙ্গে ছিলেন থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান। তিনি মাস্ক না পরায় ৫ মামলায় ৫ জনকে জরিমানা করেন।

নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। তবে সংক্রমন বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পরিবহন, গণপরিবহন ও বিভিন্ন জনসমাগমে মাস্ক না পরে অবাধে চলাফেরা করছে মানুষ। তাই করোনার প্রথম ঢেউয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত উপজেলা প্রশাসন।

আনন্দবাজার/শাহী/মিরাজ

সংবাদটি শেয়ার করুন