ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের প্রতিষ্ঠানে পুরুষদের তুলনায় কর্মসংস্থানের হার বেশি

নারীদের প্রতিষ্ঠানে কর্মসংস্থানের হার পুরুষদের তুলনায় বেশি

পুরুষদের তুলনায় নারীদের মালিকানাধীন এসএমই প্রতিষ্ঠানে কর্মসংস্থানের হার বেশি। পলিসি রিসার্চ ইনস্টিটিউট ও আইডিএলসি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী, নারী পরিচালিত প্রতিষ্ঠানে ১৪৬ শতাংশের বেশি কর্মসংস্থান হয়েছে। পুরুষদের বেলায় এ হার ১০০ শতাংশ।

সবমিলে গত পাঁচ বছরে দেশের শ্রমবাজারে ১০৫ শতাংশের বেশি চাকরির সুযোগ তৈরি করেছে এসএমই খাত।

গবেষণা বলছে, পাঁচ বছরে এসএমই শিল্পে ২ কোটি কর্মসংস্থান হয়েছে। সবচেয়ে বেশি চাকরির সুযোগ তৈরি হয়েছে সেবাখাতে। এ খাতের কর্মসংস্থানের প্রবৃদ্ধি ১৭৪ শতাংশ। উৎপাদনখাতে প্রবৃদ্ধির হার ১৩১ শতাংশ। এই সময়ে ৮০ শতাংশ হারে বেড়েছে সেবাখাতের এসএমই। আর বাণিজ্য ভিত্তিক এসএমইএ প্রবৃদ্ধি হয়েছে ৩৯ শতাংশ।

 

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন