রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশ ভ্রমণসহ অনুমোদন পেল ঘাস চাষ প্রকল্প

চিপ্রাণিসম্পদের ৩২ কর্মকর্তার বিদেশ ভ্রমণ বহাল রেখেই অবশেষে অনুমোদন দেয়া হলো আলোচিত ঘাস চাষ প্রকল্পের। সেই সাথে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে যশোর ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পটিরও।

আর এই সাড়ে ৪৮ কিলোমিটারের মহাসড়ক উন্নয়নে সরকার খরচ করবে চার হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকা।

জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকার এনইসি সম্মেলন কক্ষে শুরু হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি অর্থবছরের ১৬তম বৈঠকে অনুমোদন পাওয়া ছয়টি প্রকল্পের মোট ব্যয় ৮ হাজার ৮৮১ কোটি ৯৩ লাখ টাকা। ওই সভায় অনুমোদন দেওয়া হয়েছে ১ হাজার ৩৩৩ কোটি টাকার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এবং ১ হাজার ২৪ কোটি টাকা ব্যয়ের পায়রা বন্দর উন্নয়ন প্রকল্প।

বৈঠক শেষে পরিকল্পনা সচিব মো. আসাদুল ইসলাম অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রকল্প ও অর্থায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে জয়পুরহাটে ৫০ টন সরকারি গম জব্দ

সংবাদটি শেয়ার করুন