বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিট পুলিশিং সেবা জনগণের ঘরে ঘরে পৌছানো হবে

বিট পুলিশ জনগনের সেবাই সদা সর্বদা নিয়োজিত আছে ছিল থাকবে। জনগণের ঘরে ঘরে পৌছানো হবে পুলিশি সেবা, জনগণের জন্য আরও সহজ করা হয়েছে পুলিশি সেবা, থানায় সেবা নিতে কোন দালাল ধরতে হবেনা।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে বগুড়া শিবগঞ্জে পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম এসব কথা বলেন।

বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, সোনাতলা শিবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর ইসলাম সিদ্দিকী, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক, শিবগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি এবিএম নাজমুল কাদীর শাহজাহান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তৌফিক মাহমুদ, দেউলী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রধান, শিবগঞ্জসদর ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবুসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিটের আওতায় বিপুল সংখ্যক সাধারণ জনসাধারণ।

বিট পুলিশিং সেবা আরো সহজ করতে ও পুলিশের সেবা জনগনের কাছে পৌছানোর জন্য উক্ত সমাবেশের আয়োজন করা হয়।

আনন্দবাজার/শাহী/শেখর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদকে ফ্ল্যাট বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন