ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং কমিনিউটি ক্লিনিকের পরিচালনায় স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এদিন উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচির, সকল ইউপি সদস্য, কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:আব্দুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল, কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ, ট্রেইনার ডাঃ ফিরোজ আলম, আব্দুল্লাহ আল মুনিম ও প্রশিক্ষণ প্রতিনিধিবৃন্দ।
প্রসঙ্গত, উপজেলার প্রতিটি কমিনিউটি ক্লিনিকের চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নকে নিয়ে এ প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা করা হবে মর্মে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে।
আনন্দবাজার/শাহী/কবীর