“নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফেনীতেও গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণ জয়ন্তী)পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) ফেনী জেলা শাখার আয়োজনে শহরের ছালাম কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইডিবি’র ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক আ.স.ম আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আইডিবি ফেনী জেলার সভাপতি মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি মোঃ আবু নছর মজুমদার, বাবু চঞ্চল দে সরকার, সাধারণ সম্পাদক আ.স.ম আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সড়ক ও জনপদ অধিদপ্তর ফেনীর এসডিই মোঃ আব্দুস সহিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আইডিইবি প্রতিষ্ঠার ৫০ বছরে মানবসম্পদ উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন বাস্তবায়ন, প্রযুক্তিমনস্ক জাতি গঠনে রাজনীতিতে প্রযুক্তি ভাবনা যুক্তকরণ, দেশের নদ-নদী রক্ষা, প্রাণিসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, কৃষি জমি রক্ষা, পরিকল্পিত নগর ও গ্রামীণ অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আইডিইবি’র সময়োপযোগী আহবান সমূহ জনগণকে সর্বদা অনুপ্রাণিত করে এসেছে৷ এছাড়া আইডিইবি ৫০ বছরে দীর্ঘ পথ পরিক্রমায় এসব প্রযুক্তি নির্ভর দার্শনিক আহবান অতীত, বর্তমান, অনাগত প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা৷
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ এখন অবকাঠামো উন্নয়নের দিক থেকে সমৃদ্ধশালী দেশ। আর দেশের এই অবকাঠামোগত উন্নয়নের প্রাথমিক কাজগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বারাই হয়ে থাকে। সুতরাং বাংলাদেশের অবকাঠামো নির্মাণ কিংবা উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যথেষ্ট ভুমিকা রয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, দেশের জন্য কাজ করা আর দেশকে ভালোবাসা এটা সকলের নৈতিক দায়িত্ব, দেশকে যদি সমৃদ্ধি করতে পারি তাহলেই আমরা সমৃদ্ধ হতে পারবো।
আলোচনা সভা শেষে কেক কেটে আইডিইবি’র ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করা হয়। পরে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে মিজান রোডস্থ ছালাম কমিউনিটি সেন্টারের মূল ফটক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রধান কিছু সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কমিউনিটি সেন্টারে এসে মিলিত হয়।
উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠা করা হয়।
আনন্দবাজার/শাহী/সুজন