ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার ১৯ জন এবং ঢাকার বাইরের দুইজন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮৪ জন ডেঙ্গু রোগী।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন মোট ৭৭ জন। এছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৭ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯২০ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত ছয়টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। দুটি ঘটনার পর্যালোচনা শেষে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

উল্লেখ্য, সরকারি পরিসংখ্যান অনুসারে গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭৯ জন মারা গিয়েছিল।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন