ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না : বাণিজ্যমন্ত্রী

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না, ভূমিহীনদের জন্য জমি ও ঘরের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রবিবার দুপুরে পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চর গ্রামে ৫৪ একর জমির ওপর গুচ্ছগ্রাম নির্মাণ কাজ উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে সকল ভূমি ও গৃহহীনদের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মন্ত্রী উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেবচর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫৯৮ টাকা ব্যয়ের বন্যা আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন। এর আগে পীরগাছা উপজেলা হেডকোয়ার্টার্স থেকে পাওটানা জিসি সড়কের ৫৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করেন। এছাড়া সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বাবার কবর জিয়ারত করেন তিনি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন