ঢাকা | শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে মৃত্যু ২৮, শনাক্ত ১৮৪৭ জন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৮ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫০ জনে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১৮৪৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন।

শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯২১ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন