ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের ঘিরে রাখা বাড়ি থেকে ৪ ‘জঙ্গির’ আত্মসমর্পণ

সিরাজগঞ্জের ঘিরে রাখা বাড়ি থেকে ৪ ‘জঙ্গির’ আত্মসমর্পণ

সিরাজগঞ্জের শাহাজাদপুরে উকিলপাড়া এলাকার জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে ৪ জনের আত্মসমর্পণের খবর পাওয়া গেছে। তারা র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছে।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছুক্ষণ পরে ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে একজন পাবনা-সিরাজগঞ্জ জেমএমবির আঞ্চলিক প্রধান বলে র‍্যাব সূত্রে জানা গেছে। এ অভিযান সফল করতে ঢাকা থেকে র‌্যাবের বিশেষ টিম যোগ দিয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

শুক্রবার ভোরে থেকে জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার ওই বাড়ি ঘিরে রেখেছিল র‌্যাব।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন