ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে বনের জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ

বিরামপুরের চরকাই রেঞ্জের আওতাধীন বন বিভাগের জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রয় এবং পুকুর তৈরী করে ভূ-প্রকৃতির পরিবর্তন ও ক্ষতিসাধণ করার অভিযোগ পাওয়া গেছে ।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার পূর্বজগন্নাথ পুর মৌজার ৮২০ ও ৮২১ নং দাগের পরিবেশ ও বন মন্রণালয়ের ১৯৯৯সালের ৩)১০৬/৯২/১০৬৩ নং গেজেট ভুক্ত ৩.১১ একর জমির মধ্য থেকে, উপজেলার চরকাই গ্রামের মৃতঃ সফর উদ্দিনের পুত্র আবুল হোসেন কিছু দূস্কৃতিকারীদের নিয়ে কয়েকদিন যাবৎ অবৈধভাবে মাটি কাটাঁর কাজে লিপ্ত হয়।

বিষয়টি স্থানীয়রা বন বিভাগকে অবগত করলে, বিষয়টি চরকাই রেঞ্জ, সামাজিক বনবিভাগ জানতে পেরে আবুলকে মাটি কাঁটতে নিষেধ করা সত্বেও সে কোন কথা না শোনার ফলে , চরকাই বিট কর্মকর্তা মোঃ আব্দুল বারীক বাদী হয়ে বিরামপুর থানায় ১৭ নভেম্বর/২০২০ একটি অভিযোগ দায়ের করে। এর ফলে পুলিশ ঐদিন”ই ঘটনাস্থলে যায়, কিন্তুু সেখান থেকে মাটিকাটাঁ যন্ত্র বা ঢলাই কাজে ব্যবহ্নত ট্টাক্ট্যর কোন কিছুই উদ্ধার করতে পারেনি।

এবিষয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তার পাশে অবস্থিত বসবাসকারী কিছু লোকজন তাঁদের ঘরবাড়ী নিয়ে চিন্তায় রয়েছেন। কেননা ঘরের পাশে পুকুর খনন হলে ঘরবাড়ী ভেঙ্গে পড়ার আশংকা রয়েছে। শুধু কি তাই নষ্টও হতে পারে জীব বৈচিত্র।

বিষয়টি সুষ্ঠ সমাধানে ভুক্তভোগি পরিবার গুলো সকলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আনন্দবাজার/শাহী/কামরুজ্জামান

সংবাদটি শেয়ার করুন