ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে বিনামুল্যে সরিষার বীজ ও সার বিতরণ

দিনাজপুরের হিলিতে ২০২০-২১ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রনোদনা পুনর্বাসন কর্মসুচীর আওতায় বিনামুল্যে কৃষকদের মাঝে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এসব কৃষিপণ্য বিতরণ করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে সরিষার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, কৃষি অফিসার ডাঃ মোছাঃ মমতাজ সুলতানা, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম শাহিন ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরজেনা বেগম।

এসময় ১৯০ জন কৃষকের হাতে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

আনন্দবাজার/শাহী/মাসুদ

সংবাদটি শেয়ার করুন