কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোর্পদ করেছে।
বিজিবি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শিমুলবাড়ী ক্যাম্পের হাবিলদার হাফিজুর রহমানের নের্তৃত্বে একদল বিজিবির সদস্য আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৭ এর সাব পিলার ২ এস থেকে ৫শ গজ বাংলাদেশের অভ্যান্তরে শিমুলবাড়ী এলাকায় একটি ইজিবাইক আটক করে। পরে ইজিবাইকটির সীটের নিচে তল্লাশী করে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক দুই মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের আজিজুল হকের বড় ছেলে আমির হামজা (২৪) ও ছোট ছেলে আব্দুল হালিম বাবু (২২)।
লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মাইনুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আনন্দবাজার/শাহী/জাহাঙ্গীর