ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে জনসাধারণ

নওগাঁয় বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ জনগণ। সড়কে চাঁদাবাজি এবং রুট নিয়ন্ত্রণের অভিযোগে জেলার অভ্যন্তরীণ রুটে সকল বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এই সমস্যার সমাধান না হলে আজ দুপুর থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা।

নওগাঁ মোটর মালিক সমিতির নেতাদের সাথে কথা বলে জানা গেছে, চাঁদাবাজি ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে পাবনা ওএবংকিশোরগঞ্জের শ্রমিকদের সাথে নওগাঁর বাস মালিকদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ জেলার কোনো পরিবহন ছিল না। কিছুদিন আগে নওগাঁ শ্রমিক ইউনিয়নের দুটি বাস চলাচল শুরু হয়। নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে এই দ্বন্দ্ব চরম পর্যায়ে যায়। ফলে এ কারণে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

নওগাঁ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ সকল রুটের বাস গতকাল মঙ্গলবার দুপুর থেকে বন্ধ আছে। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে যাবে। সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

তিনি আরও জানান, নওগাঁ শ্রমিক ইউনিয়ন দুটি বাস কিনে পাবনা ও কিশোরগঞ্জ রুটে চলাচল করতে চাই। কিন্তু গেল ১২ নভেম্বর ব্যাপারটি বিভাগীয় কমিটিকে অবগত করা হয়। কমিটি পাবনা রুটে একটি বাস চলাচল অনুমতি দেয়। কিন্তু তারপরও পাবনা থেকে বাস চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।

পাবনাতে নতুন কমিটি আসার পর গেল রবিবার (১৫ নভেম্বর) আমাদের রুট দখলে নেয় ও বাস চলাচল বন্ধ করে দেয়। এছাড়া রুট নিয়ন্ত্রণের নামে তারা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন এই বাস মালিক নেতা। ফলে হঠাৎ বাস চলাচল বন্ধ রাখায় বিপাকে পড়েছে জনসাধারণ।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন