কক্সবাজারের চকরিয়ায় প্রতিবছরের ন্যায় এই বছর শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পৌরসভার ৩নং ওয়ার্ডে বাটাখালী সার্বজনীন জগন্নাথ মন্দির এর উদ্যোগে শ্রী শ্রী অন্নকূট মহোৎসব উপলক্ষে নানান ধর্মীয় আনুষ্টানিকতার মধ্য দিয়ে শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজার অন্নকূট মহোৎসব উদযাপিত হয়েছে। এসময় পর্যায়ক্রমে শ্রীমদ্ভাবগতপাঠ, ভজন কীতর্ন, রাজভোগ ও আরতি নিবেদনসহ ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ-সময় গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, প্রধান অতিথি ছিলেন, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, প্রধান ধর্মীয় আলোচক ছিলেন, কক্সবাজার জেলা সনাতনী সেবক সংঘের সহ সভাপতি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান কান্তি রুদ্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অদ্বৈত অচ্যুত মিশন চকরিয়া উপজেলা সভাপতি প্রিয়তোষ দাশ, সহ সভাপতি বাদল দাশ সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র দাশ, চকরিয়ার সভাপতি কৈলাশ কান্তি দে, উপজেলা অদ্বৈত অচ্যুত মিশনের অর্থ সম্পাদক বিপ্লব দাশ গুপ্ত, সনাতনী সেবক সংঘের প্রধান পৃষ্ঠপোষক ডাঃ বিজন কুমার বিশ্বাস পৌরসভা পূজা উদযাপন পরিষদের গণ সংযোগ সম্পাদক রাজু দাশ।
উক্ত অনুষ্ঠানে গোপাল বহর্দ্দার সভাপতিত্বে অনুষ্ঠানে চকরিয়ার সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষেরা উপস্থিত হয়ে শ্রী শ্রী অন্নকূট মহোৎসবে অংশ নেন। ধর্মীয় অনুষ্ঠানে শেষে দুপুরে ভক্তদের প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই শ্রী শ্রী অন্নকূট মহোৎসর উদযাপিত হয়েছে।
গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব উদ্বোধনের অনুষ্ঠানে উদ্বোধক চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ বক্তব্য বলেন, শাস্ত্র মতে দেবতা ইন্দ্রের সৃষ্ট মহাপ্লাবন থেকে বৃন্দাবনবাসীকে রক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন গিরি উত্তোলন করে তাতে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। শ্রীকৃষ্ণের সেই লীলাকে স্মরণ করে আজও ভক্তরা গিরি গোবর্ধনের পূজা করেন সাথে হয় অন্নকূট উৎসব। তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রর্থনা করেন হিন্দুধর্মাবলম্বীদের জীবন সুন্দর বিশ্ব শান্তি ও জাতির মঙ্গল কামনা করেন।
আনন্দবাজার/শাহী/রাজু