আগামী ২ ডিসেম্বর থেকে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২ ডিসেম্বরের থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।
এর আগে গত ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত এই পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নিয়েছিল। এর মধ্যে ২২ হাজার ৩৯৮ প্রার্থী উত্তীর্ণ হয়েছে।
এদের মধ্যে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪,০৫৫ জনসহ সর্বমােট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাসের গড় হার ছিল ১৪ দশমিক ৪৮ শতাংশ।
আনন্দবাজার/এম.কে