ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাড়ে ৭ হাজার কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) ৭ হাজার ৫০৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভায় এসব প্রকল্পের অনুমোদন দেন।

সভা শেষে পরিকল্পনা সচিব আশরাফুল ইসলাম জানান, আজকের প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৪২৬ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৮ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় করা হবে।

অনুমোদিত প্রকল্পগুলো : পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘যমুনা নদীর ডানতীরের ভাঙন থেকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী ও সাঘাটা উপজেলাধীন গোবিন্দি এবং হলদিয়া এলাকা রক্ষা’ প্রকল্প। এছাড়াও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প রয়েছে। সেগুলো হলো- ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প: বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলা (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন’ প্রকল্প; ‘খুলনা সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্প এবং ‘শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন