ঢাকা | বুধবার
৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দশ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় দশ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় ১০ মাসের বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ডের টাকাসহ নানা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনসহ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সাড়ে ১১টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড’র সামনে ‘এ ওয়ান বিডি’ নামের পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করছেন। বর্তমানে তারা আশুলিয়া প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন।

শ্রমিকরা বলেন, এ ওয়ান বিডি পোশাক কারখানায় অধিকাংশ শ্রমিক ১০ বছর চাকরি করেছে। কিন্তু এতোদিন চাকরি করার পরেও শ্রমিকদের বেতন বাকি রেখেই কারখানা বন্ধ করে দিয়েছে কর্তপক্ষ। অধিকার আদায়ের জন্য আমরা বেপজায় গিয়েছি, জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়েছি আমাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। এতে শ্রমিকরা আহত হয়েছে। কিন্তু এর কোনো প্রতিকার আমরা পাইনি। আমরা বার বার আসলেও কোনো আশ্বাস না দিয়ে পুলিশ দিয়ে লাঠিচার্জ করে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ১০ মাসের বাসা ভাড়া দিতে পারি না।

ইতোমধ্যে বাড়িওয়ালা বাসা ছেড়ে চলে যেতে বলেছে। আমরা খুব খারাপ অবস্থায় আছি। আমাদের ১০ মাসের বেতনের টাকা কর্তৃপক্ষ দিচ্ছে না। আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা, বেতন কিছুই দিচ্ছে না। আমরা ন্যায্য পাওনা চাই, যতক্ষণ না পাবো ততক্ষণ ঘরে ফিরে যাবো না।

এ বিষয়ে ডিইপিজেড’র জেনারেল ম্যানেজার আব্দুস সোবহান জানান, মূলত চলতি বছরের শ্রমিকরা জানুয়ারি থেকে এপ্রিলের ১৮ তারিখ পর্যন্ত বেতন পাবে। এর মধ্যে ২০ হাজার টাকা করে প্রত্যেক শ্রমিককে দেওয়া হয়েছে। জুনিয়র অপারেটররা বেতন পাবে দেড় মাস ও অপারেটররা বেতন পাবে প্রায় ২ মাসের। তবে এই বকেয়া টাকা পরিশোধের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে তাদের সব পাওনাদি পরিশোধ করা হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন