ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

উলিপুরে মরহুম মুক্তিযোদ্ধার স্মরণে শোকসভা ও দোয়া

কুড়িগ্রামের উলিপুরে মুক্তিযোদ্ধাদের আয়োজনে মরহুম মুক্তিযোদ্ধা এ,কে,এম, আক্তারুল ইসলাম, মরহুম মুক্তিযোদ্ধা ফুলজার হোসেন ও মরহুম মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ছক্কুর স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনায় “শোকসভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উলিপুর প্রেসক্লাব হলরুমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান মিয়াজী, সাংবাদিক নূরবক্ত মিঞা, সাংবাদিক নূরুজ্জামান সরকারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ।

সভা শেষে মরহুম মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

আনন্দবাজার/শাহী/হাফিজ

সংবাদটি শেয়ার করুন