ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে কেন্দ্রীয় যুবলীগের শ্রদ্ধার্পণ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ জানিয়েছেন, যুবলীগ মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা দলের ভেতর পদবীতে কে কোন পদ পেলো তাতে বিশ্বাস করি না। দেশের জন্য কে কতটুকু করতে পারলো সেদিকে বিচার করা হবে। সোমবার (১৬ নভেম্বর) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা জানান।

এদিন, সদ্য গঠিত কেন্দ্রীয় যুবলীগের কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। সোমবার বিকাল ৩টার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান তারা। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

শ্রদ্ধা জানানো শেষে শেখ ফজলে সামস্ পরশ সাংবাদিকদের জানান, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এ দলে ঠাই হবে না। দেশে যেসব জেলায় এখনো কমিটি করা হয়নি, সে কমিটিগুলোও হাল নাগাদ করা হবে। দলকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এম.পি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, রফিকুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন। ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজি মাজহার, জহির উদ্দিন খসরু, সোহেল পারভেজ।

আরও উপস্থিত ছিলেন, সম্পাদক মন্ডলীর সদস্য সাদ্দাম হোসেন পাভেল, মোস্তাফিজুর রহমান মাসুদ, মুকিত চৌধুরী, সাইদুল হক সুমন, এন আই আহমেদ সৈকত প্রমুখ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন