ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে ইসলামী ব্যাংক উপশাখার উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে ইসলামী ব্যাংক উপশাখার উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ বাজার উপশাখা নামে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। শাখাটি নরসিংদীর পলাশ শাখার অধীনে পরিচালিত হবে।

ইসলামী ব্যাংক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোন প্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পলাশ শাখা প্রধান আবুল কাশেম ভূঁইয়া, শুভচ্ছো বক্তব্য রাখেন কালীগঞ্জ বাজার উপশাখার ব্যবস্থাপক রিয়াজুল করিম ভূঁইয়া।

ইসলামী ব্যাংক ঢাকা ইস্ট জোনের সিনিয়র কর্মকর্তা রাজু আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়র মো. লুৎফুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ ফারুক উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম রবিন হোসেন প্রমুখ।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খান কনক, যুবলীগ নেতা কাজী হারুন অর রশীদ টিপু, ব্যবসায়ী আজাদ আনোয়ার হোসেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, ১৯৮৩ সালে বঙ্গতাজ শহীদ তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী থাকাকালীন সময়ে প্রতিষ্ঠিত হয় ইসলামী ব্যাংক। দীর্ঘ পথপরিক্রমায় সাফল্য এবং ঐতিহ্যের সাথে এই ব্যাংক গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে ৩৬৬টি শাখা এবং মোট ১ হাজার ৭০০টি উপশাখা দিয়ে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসলামী ব্যাংক।

আনন্দবাজার/শাহী/রাসেল

সংবাদটি শেয়ার করুন