ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মান

ফুলবাড়ীতে সড়ক নির্মানের জন্য নিম্নমানের ইট (থার্ড ক্লাস) মজুদ করে খোয়া তৈরি করার সময় বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল গিয়ে কাজ বন্ধ করে মালামাল সরিয়ে নেয়ার জন্য নিদের্শ দিয়েছেন।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলা প্রকৌশল দপ্তরের তত্বাবধানে হাসপাতাল থেকে মুছল্লিপাড়া হয়ে মহিলাকলেজ রাস্তা পর্যন্ত১০৫০ মিটার দীর্ঘ ওই সড়কটি নির্মানের জন্য দরপত্র আহব্বান করা হয়। যার প্রাক্কলিত মুল্য ৭২ লক্ষ ৪৯ হাজার ৫৩৭ টাকা। বিধি মোতাকে কাজটি পেয়ে যান কুড়িগ্রামের উলিপুর উপজেলার কাছারী বাজার এলাকার মাসুদ রানা নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গত শুক্রবার সড়ক নির্মানের জন্য সাড়ে ১২ হাজার নিম্নমানের (থার্ড ক্লাস) ইট নিয়ে মুছল্লিপাড়া বালিকা মাদ্রাসা মাঠে জড়ো করেন ওই ঠিকাদার। ১০/১২ জন শ্রমিক দিয়ে খোয়া করার সময় নিম্নমানের ইট দেখে পথচারীদের নজরেআসলে এলাকায় তোলপাড় শুরু হয়। বিষয়টি উপজেলা প্রকৌশলী জানতে পেরে তাৎক্ষনিকভাবে কাজ বন্ধ করার নিদের্শ ও নিম্মমানের ইট সরিয়ে নেয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দেন।

ওই এলাকার বাসিন্দা সামিউল ইসলাম বেনু ও আমির হোসেন বলেন, নিম্নমানের ইট দিয়ে খোয়া বানাতে নিষেধ করা হলেও ঠিকাদারের লোকেরা তা মানেনি। পরে অফিসে খবর দেয়া হলে সংশিষ্ট কর্তৃপক্ষ এসে কাজ বন্ধ করে দিয়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা জানান, ইঞ্জিনিয়ারের মাধ্যমে জানতে পেরেছি। ইট নিম্নমানের হলে তা সরিয়ে নেওয়া হবে।

ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব জানান, ঠিকাদার অফিস কে না জানিয়ে ওই সড়কে নির্মানসামগ্রী জড়ো করেছে। লোক পাঠিয়ে নিম্নমানের ইট অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

আনন্দবাজার/শাহী/জাহাঙ্গীর

সংবাদটি শেয়ার করুন