নীলফামারী-সৈয়দপুর সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ কাজে জমি অধিগ্রহণ হওয়া ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করা হযে়ছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৭ জনের মাঝে চেক প্রদান করা হয়।
এতে জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংস্কৃতি মন্ত্রী ও নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিরস্থায়ী ভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনার কারণে দেশ আজ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।
তিনি বলেন, উন্নয়নকে ব্যাহত করতে বিভিন্ন অপশক্তি আবারো তৎপরতা শুরু করেছে। ধর্মের নামে মানুষ হত্যা করছে, উগ্রবাদ সৃষ্টি করছে। সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছে, গুজব ছড়াচ্ছে। তবে সবাইকে খেয়াল রাখতে হবে। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে নয় নাগরিক হিসেবে এগিয়ে এসে এসব রোধ করতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যতক্ষণ রয়েছেন ততক্ষণ জনগণের দুশ্চিন্তা কিংবা চিন্তিত হওয়ার কোন কারণ নেই।
এসময় বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী ও চেক গ্রহণকারী আব্দুস সোবহান ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, রেভিনিউ ডেপুটি কালেক্টর নাহিদ তামান্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান সহ আরো অনেকে।
জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী জানান, অনুষ্ঠানে জমি অধিগ্রহণ ও অবকাঠামো বাবদ চড়াইখোলা, কুন্দপুকুর, সংগলশী তিন ইউনিয়নের ১৭জনের মাঝে ১ কোটি ৯ হাজার ৭১৫ টাকার চেক প্রদান করা হয়।
আনন্দাবাজার/শাহী/মনন