ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুরে বন্ধনের সাহিত্য ও সাংস্কৃতিক আসর “মাটির গান” অনুষ্ঠিত

সৈয়দপুরে বন্ধনের সাহিত্য ও সাংস্কৃতিক আসর “মাটির গান” অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী ও সুনামধন্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠন বন্ধনের ১৩তম সাহিত্য ও সাংস্কৃতিক আসর “মাটির গান” এবং বন্ধন শিল্পী মাধব চন্দ্র রায় এর ৪৩ তম জন্মদিন পালন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধা ৬ টায় সৈয়দপুর এসআর প্লাজার (২য় তলা) বন্ধন কার্যালয়ে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নিজ সংস্কৃতি নিয়ে আলোচনা সভায় বন্ধন সভাপতি আশরাফুল আলম এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিস সুপারভাইজার হোসাইন মুহম্মাদ আনোয়ার, বন্ধন সাধারন সম্পাদক রইজউদ্দিন রকি প্রমূখ।

কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হওয়া আসরে বন্ধনের শিল্পী মাধব চন্দ্র রায় এর স্ব-রচিত গান পরিবেশন করে বন্ধনের শিল্পী মনিষা, বর্ষা, অনিক, শরিফা বেগম, একুশী, আনোয়ার হোসেন, মাহাবুব, মাধব রায়, হাসান।

কবিতা আবৃত্তি করেন সাব্বির হোসাইন, শিশু নওশিন জাহান। অনুষ্ঠানে নীলফামারী হতে আগত ঠাকুরগাঁ বেতার শিল্পী ফেরদৌস আহম্মেদ মাটির গান পরিবেশন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন মাহাবুব।

আনন্দবাজার/শহক/শাআম

সংবাদটি শেয়ার করুন