ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মাস্ক পরাতে কঠোর হচ্ছে সরকার

মাস্ক পরাতে কঠোর হচ্ছে সরকার

মাস্ক ব্যবহার নিশ্চিত করতে, আরও কঠোর হতে যাচ্ছে সরকার। আর এর প্রক্ষিতে দুই একদিনের মধ্যে রাজধানীসহ বিভিন্ন জায়গায় অভিযানে নামছে, ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে, অনির্ধারিত আলোচনায়, এ সিদ্ধান্ত হয়। সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এছাড়া, দরিদ্র জনগোষ্ঠীর সব ধরনের আর্থিক অন্তর্ভূক্তির মাধ্যমে, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে, জাতীয় আর্থিক অন্তর্ভূক্তি কৌশলের খসড়ার অনুমোদন দেয়, মন্ত্রিসভা। এদিন জাতীয় পারমাণবিক তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরি অবস্থার প্রস্তুতি পরিকল্পনার খসড়াও অনুমোদন দেয়া হয়েছে।

এর ফলে দেশে পারমাণবিক বিপর্যয় রোধে যথাযথ প্রস্তুতি নেয়ার সুযোগ হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন