ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

“ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই” এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচনা সভার মাধ্যমে দুইদিন ব্যাপি বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২০ পালিত হয়েছে।

আজ রবিবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডা. নূরুল হুদ খান এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ডা. নূরুল হুদা খান বলেন, সারাবিশ্বেই ডায়াবেটিস এখন মহামারি আকার ধারণ করেছে। এ রোগ আজীবনের। একবার হলে তা কখনো সারে না। তবে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।

যথাযথ চিকিৎসা শিক্ষা পেলে একজন ডায়াবেটিক রোগী চিকিৎসকের ওপর নির্ভরশীল না থেকে রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এ রোগের যেসব ঝুঁকি আছে তা এড়িয়ে চলতে পারেন।

উল্লেখ্য, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হাসপাতালে আগত ১শ ৯০ জন রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এতে ২৩ জনের ডায়াবেটিস শনাক্ত।

আনন্দবাজার/এম.কে/ হো.মু.তা

সংবাদটি শেয়ার করুন