“ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই” এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচনা সভার মাধ্যমে দুইদিন ব্যাপি বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২০ পালিত হয়েছে।
আজ রবিবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডা. নূরুল হুদ খান এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ডা. নূরুল হুদা খান বলেন, সারাবিশ্বেই ডায়াবেটিস এখন মহামারি আকার ধারণ করেছে। এ রোগ আজীবনের। একবার হলে তা কখনো সারে না। তবে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।
যথাযথ চিকিৎসা শিক্ষা পেলে একজন ডায়াবেটিক রোগী চিকিৎসকের ওপর নির্ভরশীল না থেকে রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এ রোগের যেসব ঝুঁকি আছে তা এড়িয়ে চলতে পারেন।
উল্লেখ্য, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হাসপাতালে আগত ১শ ৯০ জন রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এতে ২৩ জনের ডায়াবেটিস শনাক্ত।
আনন্দবাজার/এম.কে/ হো.মু.তা