ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় আব্দুল হামিদুল (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আব্দুল হামিদুল দিনাজপুর সদর উপজেলার ফকির পাড়া জামাল উদ্দিনের ছেলে।  এই ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। আহত ব্যক্তিরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার ভোর সাড়ে ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট রেলগুমটি এলাকার অদূরে জোয়াল কামড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।  আহত ব্যক্তির মধ্যে একজনের নাম বাবু হোসেন। তিনি নবাবগঞ্জ উপজেলার কটকটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বলেন, শনিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ঘোড়াঘাট রেলগুমটির অদূরে রাস্তার পাশে ঢাকা মেট্রো-ট-১৫৩৯১০ ট্রাকের চাকা নষ্ট হয়ে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আরেকটি ট্রাক এসে তাদের ধাক্কা দিলে পেছনের ট্রাকে থাকা আব্দুল হামিদুর’র কোমরের মধ্যে একটি রড ঢুকে সেখানেই তিনি প্রাণ হারান। ওই গাড়িতে থাকা বাবু ও কাঞ্চন চৌহান নামের দুই ব্যক্তিকে গুরুতরভাবে আহত হন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে জোয়াল কামড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটিও থানার হেফাজতে আছে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনন্দবাজার/শহক/মো কা

সংবাদটি শেয়ার করুন