সম্প্রতি সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৭৪৯টি ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। যার বাংলাদেশি মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার ৩২৫ টাকা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ভারতে ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ডের একটি বড় চালান পাচার করা হচ্ছে। এ সময় বিজিবির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রাতে সেখানকার শ্মশান পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় বাংলাদেশ থেকে ভারতে পাচার করার সময় মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৭৪৯টি ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ড জব্দ করা হয়। যার বাজার মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার ৩২৫ টাকা।
আনন্দবাজার/শাহী