ঢাকা | বৃহস্পতিবার
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ৭৪ লাখ টাকার ‘ইউএসএ এক্সপ্রেস’ কার্ড জব্দ

সম্প্রতি সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৭৪৯টি ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। যার বাংলাদেশি মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার ৩২৫ টাকা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ভারতে ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ডের একটি বড় চালান পাচার করা হচ্ছে। এ সময় বিজিবির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রাতে সেখানকার শ্মশান পোস্ট এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় বাংলাদেশ থেকে ভারতে পাচার করার সময় মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৭৪৯টি ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ড জব্দ করা হয়। যার বাজার মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার ৩২৫ টাকা।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন